অত্র মানিকহাট ইউনিয়নের পূর্ব পাশে হাটখালী ইউনিয়ন অবস্থিত, পশ্চিমে সাতবাড়ীয়া ইউনিয়ন অবস্থিত, উত্তরে ঐতিহ্যবাহী গাজনার বিল অবস্থিত এবং দক্ষিনে উত্তাল পদ্মা নদী। ৩০.৭৫ বর্গ কি.মি আয়তনের এই ইউনিয়নে প্রায় ৩৩,২২৫ (জন্মনিবন্ধন অনুসারে) জনের বসবাস যার ঘনত্ব ১০৮০ জন প্রতি বর্গ কি.মি. প্রায়। ২৯ টি গ্রাম ও ১৭ টি মৌজা নিয়ে এই অঞলের জনগনের বসবাস যাদের প্রধান পেশা কৃষি। উল্লেখ করার মতো স্থানের মধ্যে রয়েছে পদ্মা নদী ও গাজনার বিলের সৌন্দর্য।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS